ট্রাম্প টাওয়ারে ওঠার সময় যুবক আটক

1470903985_0যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারের’ দেয়াল বেয়ে ওঠার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ম্যানহাটানের ফিফথ এভিনিউয়ের ঐ ভবনের ২১ তলার উইন্ডো প্যানেল থেকে দড়ি ও কাঁচে লাগানোর সাকশান কাপসহ ঐ যুবককে আটক করা হয়।

কাঁচ দিয়ে ঘেরা ৫৮ তলা ভবনটি থেকেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে এখানে বাস করেন তিনি। তবে ঘটনার দিন কেউ নিউইয়র্ক ছিলেন না।

বুধবার বিকালে টাওয়ারের পাঁচতলার কার্নিশ থেকে ঐ যুবক উপরের দিকে উঠতে শুরু করেন। টাওয়ারের কর্মচারীরা পরে ২১ তলার কয়েকটি কাঁচ সরিয়ে নিলে পুলিশ উইন্ডো প্যানেল থেকে যুবককে ধরে টাওয়ারের ভেতরে নিয়ে যায়। যুবকের নাম জানা যায়নি।

ঘটনার ঘণ্টাখানেক পর এক টুইটার বার্তায় ট্রাম্প নিউইয়র্ক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইউটিউবে এক পোস্টে ঐ যুবক নিজেকে ‘স্বাধীন গবেষক’ হিসেবে পরিচয় দিয়ে ট্রাম্পকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পৌঁছে দ্য়োর ইচ্ছার কথা জানিয়েছিলেন।

আটক হওয়া ঐ যুবকের শরীরিক পরীক্ষার জন্য ব্যুলভার্ড হাসপাতালে নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.