ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলে দাবানলের কারণে ৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
সান ফ্রান্সিকোর উত্তরে দাবানলের আগুন লোয়ার লেকের প্রধান সড়ক পর্যন্ত পৌঁছেছে। সেখানকার একুট পোস্ট অফিস আগুনে পুড়ে গেছে।
সান ফ্রান্সিকোর নিকটবর্তী আরো একটি শহরেও দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলকায় ১৫ হাজার মানুষ বাস করে। শহরের একটি হাসপাতালের ১৬ রোগীকে দাবানলের কারণে ২৫ মাইল দূরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দমকল কর্মীরা ওই এলাকা বহু গৃহপালিত পশুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
দাবানলে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। শনিবার বিকালে দাবানলের আগুন ছড়িয়ে ৫ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নেভানো সম্ভব হয়নি। দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।