কিয়েভ সফরে গেলেন ঋষি সুনাক, পাশে থাকার প্রতিশ্রুতি
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় তাকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক ভিডিও প্রকাশ করেছেন ইউক্রেনের নেতা। খবর আল জাজিরা’র।
টেলিগ্রামে জেলেনস্কি জানান, আজকের আলোচনায় আমরা ইউক্রেন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
পরে টুইটবার্তায় ইউক্রেনকে সহায়তার জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, আপনার মতো বন্ধুরা আমাদের পাশে থাকায় আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনের বিমানবাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দেবে যুক্তরাজ্য। বিশেষ সহায়তার জন্য পাঠানো হবে সেনাবাহিনীর চিকিৎসক ও প্রকৌশলী।
সফরে ইউক্রেনের সাধারণ মানুষকে লক্ষ্য করে ছোঁড়া ইরানে নির্মিত ড্রোন পরিদর্শন করেন ঋষি সুনাক। যেগুলো সম্প্রতি ছোঁড়া হয়েছে। কিয়েভে জরুরি সহায়তা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।
উল্লেখ্য, রাশিয়ার অব্যাহত হামলার মুখে থাকা ইউক্রেন গত কিছুদিন ধরেই পশ্চিমা সহায়তা চেয়ে অনুরোধ জানিয়ে আসছে।
জেলেনেস্কির আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সফরে আসেন। এই যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কিয়েভকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনকে এ পর্যন্ত সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রও সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে।