ছাত্রলীগের প্রতি যে অনুরোধ মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

ওই আসনে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন মুহা. জিয়াউর রহমান। এবার তার পক্ষে প্রচারণায় নামার জন্য ছাত্রলীগের প্রতি অনুরোধ জানালেন অভিনেত্রী মাহি।

গতকাল সোমবার বিকালে রহনপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহিয়া মাহি এই অনুরোধ জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান আঙ্কেল খুবই ভালো একজন মানুষ। আমি ছাত্রলীগের সকল ভাইদের অনুরোধ করবো তার পক্ষে নৌকার প্রচারণায় অংশ নিতে। আমি বিশ্বাস করি, আপনারা যে প্রার্থীর পক্ষেই কাজ করবেন, সেই প্রার্থীর হারানোর কোন সুযোগ নেই।”

মাহি বলেন, যেখানে আপনারা ভূমিকা রাখবেন, সেখানে পরাজয় হতে পারে না। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপ-নির্বাচনে নৌকা যাতে বিপুল ভোটে বিজয়ী হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিজয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরতে চাই। আপনাদের অনুরোধ করছি এতে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.