শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শুভ্রজিৎ

প্রেম, বিয়ে এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়- এমন চর্চা নতুন কী! টলিউডের সুন্দরী এই নায়িকার সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের। তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। শ্রাবন্তীকে ‘দেবী চৌধুরানী’ নামে একটি ছবি বানাচ্ছে শুভ্রজিৎ। প্রেমের শুরু নাকি সেখান থেকেই।

যদিও শ্রাবন্তী ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, শুব্রজিৎকে তিনি দাদা ডাকেন। টলিপাড়া সরগরম শুভ্রজিৎ-শ্রাবন্তীর সম্পর্কের এই নতুন সমীকরণ নিয়ে। কানাঘুষা যা শোনা যাচ্ছে তা কি সত্যি? সে বিষয়ে মুখ খুললেন পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজেই।

বিরক্তি প্রকাশ করে এই পরিচালক বলেছেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আর এসবই উর্বর মস্তিষ্কের ফল।’ শুভ্রজিতের কথায়, ‘শ্রাবন্তী আমার বন্ধু, সহকর্মী। পরিচালক হিসাবে বিভিন্ন বিষয় আমি ওর সঙ্গে আলোচনা করি, এখানে অন্য কোনো বিষয় আসে না।’

তবে বাস্তব যাই হোক, পর্দায় কিন্তু শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় দেখা যেতে চলেছে পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সৌজন্যে আরেক পরিচালক রাজর্ষি দে। তার ‘সাদা রঙের পৃথিবী’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে তলেছেন শ্রাবন্তী।

সেই ছবিতেই নাকি অভিনেত্রীর স্বামীর ভূমিকায় থাকছেন শুভ্রজিৎ। অর্থাৎ পরিচালক শুভ্রজিৎ এখানে অভিনেতার ভূমিকায়। ছবিতে যিনি নাকি আবার বিজ্ঞানী। তারই মাঝে প্রেমের গুঞ্জন। এখন এই গুঞ্জনের জল কতদূর গড়ায়, সেটাই দেখার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.