ছয় বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইট।
অথচ কিছুদিন আগেও সুইফট-অ্যালান জুটিকে দেখে এমন কিছুই ধারণা করা যায়নি। গত অক্টোবরেই এক সূত্রের বরাতে ইটি জানিয়েছিল, সুইফট-অ্যালানের সম্পর্ক অত্যন্ত মজবুত।
তবে বিচ্ছেদের খবর চাউড় হলেও তাদের কেউই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এর আগে বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন টেইলর। হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে বিচ্ছেদের পর অ্যালানকে কাছে টেনে নেন তিনি।
টেইলর-অ্যালানের সম্পর্কের শুরু ২০১৬ সালে। ২০১৮ সালের ব্রিটিশ ভোগের এক সাক্ষাৎকারে জো বলেছিলেন, “আমাদের সম্পর্ক নিয়ে সবাই কথা বলে। তবে আমরা আমাদের গোপনীয়তা বজায় রেখেছি।”
এন্টারটেইনমেন্ট টুনাইটকে ২০২২ সালে টেইলর জানিয়েছিলেন, “আমরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বসবাস করি। আপনার প্রেমের খবর সামনে আসবেই। ছয় বছরের প্রেমে আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।”
টেইলর সুইফট অবশ্য এখন গান নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যার্লিংটনে কনসার্ট শেষ করেছেন তিনি।