বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনটির সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বহিষ্কার করা হয়েছে। তবে কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি বাজুস। তবে সংশ্লিষ্ট অনেকের মতে, দীর্ঘদিন থেকে ঐক্যবদ্ধ একটি সংগঠন বাজুস। এই ঘটনা বাজুসের মধ্যে ভাঙ্গনের সুর বলে উল্লেখ করেছেন তারা।
আজ মঙ্গলবার বাজুসের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়। বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ কার্যনির্বহী কমিটির জরুরি সভা বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সব পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।