‘জ্বীন’ দেখলেই লাখ টাকা: কিন্তু দেখবেন কীভাবে

ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এ সিনেমাটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। আর তার চেয়ে বেশি উত্তেজনা তৈরি করেছে— জ্বীন সিনেমা একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা।

অভিনব এমন ঘোষণাটি শুনে চারদিকে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সমালোচনার সুরে এটিকে জাজের প্রচার কৌশল বলেও আখ্যা দেন।

তবে এবার প্রযোজনা সংস্থা জাজ জানাল, এটা মোটেও প্রচার কৌশল নয়। বরং কিছুটা তড়িৎ সিদ্ধান্ত ছিল বলেও স্বীকার করে নেওয়া হয়। তাই এবার লাখ টাকা পুরস্কার কীভাবে জেতা যাবে, তার প্রক্রিয়া জানাল জাজ।

‘জ্বীন এক লাখ টাকার চ্যালেঞ্জ’ শিরোনামে বুধবার জাজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, জ্বীনের ১ লাখ টাকার চ্যালেঞ্জে অনেকেই অংশগ্রহণে আগ্রহী হয়েছে। সবার জন্য রইল ধন্যবাদ ও শুভকামনা।

যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের অনেকেই ঢাকার বাইরে যেমন কেউ সিলেট থেকে, কেউ দিনাজপুর বা চট্টগ্রাম থেকে, কেউ বা দেশের অন্য প্রান্ত থেকে।

তাদের কথা হলো— তাদের আসা-যাওয়ার ভাড়া কে দেবে? তারা থাকবে কোথায়?

জাজ ঘোষণা করছে, ঢাকার বাইরে থেকে বাস বা ট্রেনের আসা-যাওয়ার (বিমানের নয়) ভাড়া দেওয়া হবে। থাকার ব্যবস্থা নিজের করতে হবে। তবে জাজ থাকা-খাওয়া বাবদ তিন হাজার টাকা দেবে (জনপ্রতি), যারা ঢাকার বাইর থেকে আসবে।

এর পর সেখানে একটি গুগল ফরম ফিলআপের লিঙ্ক দেওয়া হয়। যেখানে নাম, মোবাইল নম্বর ও কাছের সিনেমা হলের নাম লিখতে হবে। ফরমের শেষে— আপনি কি একা একটি সিনেমা হলে জ্বীন সিনেমা দেখার চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়।

প্রসঙ্গত, ভৌতিক ধাঁচের ছবি ‘জ্বীন’ পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি। এ ছাড়া ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন। ছবিটি আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.