ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত রোমো রউফ চৌধুরী

রোমো রউফ চৌধুরী গত রবিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রীধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। দেশের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে রোমো রউফ চৌধুরী একজন।

রোমো রউফ চৌধুরী বর্তমানে র‌্যানকন গ্রুপের চেয়ারম্যান। র‌্যানকন গ্রুপের ৩০ টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে কয়েকটি হলো র‌্যানকন মোটরবাইকস্ লিমিটেড, র‌্যানকন মোটরস্ লিমিটেড, র‌্যাংগস্ লিমিটেড, র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‌্যানকন ওশেনা লিমিটেড, র‌্যানকন সী ফিশিং লিমিটেড ও র‌্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.