প্রবল বৃষ্টির কারণে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়। এ কারণে প্রায় ১০ মিনিট ভারতীয় আকাশসীমায় ঘুরে বেড়াতে থাকে। রোববার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘দ্য নিউজ’-এর খবর অনুযায়ী, ৪ মে রাত ৮টায় মাস্কাট থেকে ফিরে আসা পিআইএ ফ্লাইট PK248 প্রবল বৃষ্টির কারণে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়। বলা হয়, পাইলট বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও বোয়িং ৭৭৭ বিমানটি অবতরণ করতে পারেনি।
অবশেষে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে, বিমানটি বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটে। পথ হারিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে সেটি। বাধনা থানা এলাকা থেকে ভারতীয় আকাশসীমায় বিমানটি ১৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় ২৯২ কিমি প্রতি ঘন্টা বেগে প্রবেশ করে। ভারতের পঞ্জাবের তারান সাহিব (Taran Sahib) ও রসুলপুর (Rasulpur) শহরের উপর দিয়ে ৪০ কিমি ভ্রমণের পর বিমানটি নওশেহরা পান্নুয়ান (Naushehra Pannuan) থেকে ফিরে যায়। ভারতের আকাশসীমায় বিমানটি ২০ হাজার ফুট উচ্চতায় উড়েছিল। অবশেষে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর বিমানটি মুলতানে সফলভাবে অবতরণ করে।
সূত্র: বাংলা হান্ট