ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

ক্রোয়েশিয়ার পার্বত্য অঞ্চলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে নেদারল্যান্ডসের তিন নাগরিকের মৃত্যু হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্রোয়েশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ওগুলিন শহরের নিকটবর্তী এক বনে বিমানটি বিধ্বস্ত হয়।

নেদারল্যান্ডসে নিবন্ধিত বিমানটি স্লোভেনিয়ার মারিবোর থেকে ক্রোয়েশিয়ার আড্রিয়াটিক উপকূলীয় শহর পুলায় যাওয়ার পথে রাডার থেকে হারিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তারা।

তদন্তকারী দলের প্রধান দানকো পেত্রিন সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন এবং আকাশযানটির ভগ্নাবশেষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানটিতে পাইলটের সঙ্গে দুইজন নিবন্ধিত যাত্রী ছিলেন বলে জানিয়েছেন তিনি।

“দুর্ঘটনার পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ঠিক কতোজন লোক ছিলেন তা এমনি দেখে আর নির্দিষ্ট করা যাচ্ছে না, তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে,” বলেন পেত্রিন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেলিসিয়া বাকার জানিয়েছেন, এই দুর্ঘটনায় নেদারল্যান্ডসের তিনজন নাগরিক নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে ক্রোয়েশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন।

দুর্ঘটনাস্থল বন্ধুর হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নেদারল্যান্ডসের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে অনেক স্থলমাইন পাতা আছে বলে ধারণা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.