জুতা খুলুন, পকেট থেকে চাবিটা বের করে রাখুন এবং পাল্লায় ওঠুন। হ্যাঁ, এমন কাণ্ডের অবতারণা ঘটাতে চলেছে নিউজিল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা আন্তর্জাতিক রুটে ভ্রমণ করা বিমান যাত্রীদের ওজন পরিমাপ করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী জুলাই মাসের ২ তারিখ থেকে শুরু হবে এই কার্যক্রম।
বিমানে সমানভাবে ওজন ব্যবস্থাপনা করতেই এই সার্ভে চালানো হবে বলে জানিয়েছে এয়ার নিউজিল্যান্ড।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘বিমানে যা কিছু যাচ্ছে আমরা সবকিছুর ওজন পরিমাপ করবো। মালামাল থেকে খাবার, লাগেজ সবকিছুর ওজন পরিমাপ করা হবে। বিমানের ওজন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো উন্নত করতেই এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
বিমানযাত্রী, ক্রু ও কেবিন ব্যাগ সবকিছুর ওজনই পরিমাপ করা হবে।
সূত্র: সিএনএন