রাশিয়াকে ড্রোন সরবরাহ করা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কেও দেশটিকে সতর্ক করে দিয়েছেন তিনি। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াকে ড্রোন সরবরাহের পরিণতি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শনিবার সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কার্যালয় শনিবার এই তথ্য সামনে এনেছে।
রয়টার্স বলছে, শনিবার এক ফোন কলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে যে সহায়তা দেওয়া হচ্ছে তা ‘অবিলম্বে বন্ধ’ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইরানের পারমাণবিক কর্মসূচির গতিপথ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বলেছে, রাশিয়াকে ইরানের তৈরি ড্রোন সরবরাহ করায় তা ২০১৫ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানের পারমাণবিক চুক্তিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব লঙ্ঘন করেছে।
গত শুক্রবার হোয়াইট হাউস বলেছে, রাশিয়া ইরানের সাথে তার প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করছে বলে মনে হচ্ছে এবং তেহরানের কাছ থেকে দেশটি শত শত একমুখী আক্রমণকারী ড্রোন হাতে পেয়েছে, যা দিয়ে তারা ইউক্রেনে হামলা চালাচ্ছে।