বেইজিং বিমানবন্দরে মেসিকে দুই ঘণ্টা আটকে রাখে পুলিশ

প্রীতি ম্যাচ খেলতে চীন সফরে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুক্ষিণ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বের এই তারকা ফুটবলারকে দুই ঘণ্টা বেইজিং বিমানবন্দরে বসিয়ে রাখে পুলিশ।

চীনের গণমাধ্যমের সূত্রে ডেইলি মেইল জানিয়েছে, একটা ভুলের কারণে এমন বিড়ম্বনার মুখে পড়েন মেসি। তিনি সঙ্গে করে আর্জেন্টাইন পাসপোর্টের বদলে নিয়ে এসেছিলেন স্প্যানিশ পাসপোর্ট। আর সেটিতে ছিল না চীনের ভিসা। পাসপোর্ট দেখে তাকে আটকে দেয়া হয়।

 

প্রাথমিকভাবে মেসি এবং চীনা বিমানবন্দর রক্ষীদের মধ্যে ভাষা সমস্যা ছিল। মেসির ভাষা নিরাপত্তারক্ষীরা বুঝতে না পারায় সমস্যা তৈরি হয়। এরপর মেসিকে পুলিশ আটক করে।

বিমানবন্দরে বসেই মেসির ভিসার জন্য আবেদন করা হয়। দ্রুত তিনি ভিসা পেয়ে যান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার তার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে কোনও অসুবিধা হবে না।

স্প্যানিশ পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় তাইওয়ানে প্রবেশ করা যায়। মেসি মনে করেছিলেন, তাইওয়ান যেহেতু চীনের অংশ, আর স্প্যানিশ পাসপোর্ট নিয়ে যেহেতু বিনা ভিসায় তাইওয়ানে প্রবেশ করা যায়, তাই স্প্যানিশ পাসপোর্ট দিয়ে চীনেও প্রবেশ করা যাবে।

১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.