সালমান খানের সঙ্গে একই পর্দায় মিয়া খলিফা!

মিয়া খলিফাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। নীল সিনেমার জগত থেকে বেরিয়ে এবার পা রাখছেন ভারতীয় প্ল্যাটফর্মে। লস এঞ্জেলসের বাসিন্দা মিয়া আসছেন ওটিটির পর্দায়। দুষ্ট ছবির এ নায়িকা দেখা দেবেন ‘বিগ বস্’-এ। সঞ্চালনা করবেন সালমান খান।

১৭ জুন থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস্ ওটিটি’র দ্বিতীয় সিজন। বিগ বস্ ওটিটি’র দ্বিতীয় সিজনে প্রস্তাব পেয়েছেন মিয়া খলিফা। নায়িকা ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে আত্মপ্রকাশ করবেন বলে সূত্র জানায়।

গত বছর থেকে ‘ভুট’ অ্যাপের পর্দায় দেখা যাচ্ছে এ জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের ওটিটি সংস্করণ। এবার শুরু হতে চলেছে এর দ্বিতীয় সিজন। এর আগে সিজনে ‘বিগ বস্ ওটিটি’র সঞ্চালক ছিলেন করণ জোহর

জনপ্রিয় এই শোতে বরাবরই ব্যক্তিগত জীবনে বিতর্কিত ব্যক্তিত্বরাই অগ্রাধিকার পেয়েছেন। এ বছরের প্রতিযোগী তালিকা দেখেও তেমনই আন্দাজ করা যায়। নওয়াজ উদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি, তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফলক নাজও থাকবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.