মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ১০জন নিহত

মিয়ানমারের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন গ্রামে একটি সামরিক জেট থেকে এই হামলা চালানো হয়।

২০২১ সালে একটি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। জাতিগত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে জান্তা সরকার। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে গঠন হয়েছে কয়েক ডজন নতুন বাহিনী।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

গ্রামের একজন অভ্যুত্থান বিরোধী যোদ্ধা কো জাও টুনের বলেন, ‘একটি সামরিক জেট নিয়াং কোন গ্রামে তিনটি বোমা ফেলেছে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও যুদ্ধ ছিল না। তারপরও তারা গ্রামে বোমা ফেলতে এসেছিল। হামলায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি৷’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লোকেরা ধ্বংসাবশেষ থেকে আগুন নিভানোর কাজ করছে। একটি বড় ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.