ছেলের মা হলেন সানা খান

পুত্রসন্তান জন্ম দিলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস-সানা খান দম্পতির এটি প্রথম সন্তান। মা হওয়ার খবর গতকাল বুধবার বিকেলে ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন সানা খান নিজেই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই ভালো আছে।

ইনস্টাগ্রামে সানা ও আনাস যৌথ পোস্টে অ্যানিমেশন ছবি শেয়ার করে লিখেছেন—‘আমরা আমাদের সন্তানের জন্য যেন সেরাটি দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আমাদের চমৎকার এই জার্নিতে আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের হৃদয়কে পূর্ণ করেছে। বাবা-মা হতে পেরে আমরা গর্বিত। সবাইকে ধন্যবাদ।’ মা হওয়ার খবর জানানোর পর থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সানা।

গত মার্চ মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। আমাদের প্রথম সন্তানের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ইনশাআল্লাহ, ও জুলাই মাসে জন্ম নেবে।’

হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.