গ্রিসে দাবানল নেভাতে কাজ করা বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। পাইলটের মৃত্যুর ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের সিএল-২১৫ বিমানটি অভিযানের সময় বিধ্বস্ত হয়।

এতে বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন- ৩৪ বছর বয়সী স্কোয়াড্রন লিডার ক্রিস্টোস মৌলাস এবং ২৭ বছর বয়সী সেকেন্ড লেফটেন্যান্ট পেরিক্লেস স্টেফানিডিস।

গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি কর্তৃক প্রচারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায়- বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে, এরই মাঝে হঠাৎ এটি একটা পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেন, পাইলটরা নাগরিকদের জীবন ও সম্পত্তির পাশাপাশি আমাদের দেশের পরিবেশ রক্ষা করার চেষ্টা করার সময় প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় গ্রিক সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.