কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত

কানাডার আলবার্টায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গত শুক্রবার রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানায়, বিমানটি একজন পাইলট এবং পাঁচজন যাত্রী নিয়ে স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের পশ্চিমে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং ব্রিটিশ কলাম্বিয়ার সেলমন আর্মের দিকে রওনা হয়।

দেশটির পুলিশ জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটির সন্ধানে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হারকিউলিস বিমান পাঠানো হয়। পরে তারা সেটিকে ক্যালগারি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউন্ট বোগার্ট এলাকায় খুঁজে পায়।

হারকিউলিস বিমানের ক্রু এবং আলবার্টা পার্কস মাউন্টেনের রেসকিউ সদস্যরা নিশ্চিত করেছে যে, সেখানে কেউ বেঁচে নেই।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেন, এটি একটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান ছিল। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.