মাঝ আকাশে বিমানে আগুন, সিঙ্গাপুরে জরুরি অবতরণ! আহত ৯

চীনের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়নার একটি ফ্লাইট ১০ সেপ্টেম্বর, রোববার সিঙ্গাপুরে জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার কারণে বিমানটি অবতরণ করা হয়। এ ঘটনায় ৯ জন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট সিএ৪০৩ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। এ সময় বাম ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে বিমানটি অবতরণ করে। এরপর সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাম ইঞ্জিনের আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।

সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএস) জানিয়েছে, বিমানটিতে ১৪৬ জন যাত্রী এবং নয়জন ক্রু ছিল। ৯ জন যাত্রী ধোঁয়ায় শ্বাস নেওয়া এবং সরিয়ে নেওয়ার সময় ঘর্ষণজনিত কারণে সামান্য আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

সিএএএস জানিয়েছে, এই ঘটনার কারণে রানওয়েটি সংক্ষিপ্তভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একটি বিমানের গতিপথ ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ট্রান্সপোর্ট সেফটি ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনাটি তদন্ত করছে এবং সাহায্যের জন্য চীনাদের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে এ বিষয়ে জানতে এয়ার চায়নার সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা এএফপি। কিন্তু কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূএ: এএফপিত্রো

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.