ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ
ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস থেকে বাংলাদেশ ১০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের ম্যাক্রোঁ একথা জানিয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপীয় মহাকাশ শিল্পে আপনার (শেখ হাসিনা) আস্থার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং ১০টি এয়ারবাস এ-৩৫০ উড়োজাহাজের জন্য এই প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ বিমান বহরে বর্তমানে ২১টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৬টি উড়োজাহাজই যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের তৈরি। এরমধ্যে প্রশস্ত দৈর্ঘ্যের রয়েছে বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের ছয়টি ৭৮৭-৮০০ মডেলের উড়োজাহাজ এবং চারটি ৭৭৭-৩০০ মডেলের। বোয়িংয়ের আরও রয়েছে ৭৩৭-৮০০ মডেলের ছয়টি উড়োজাহাজ।
বিমানের বাকি পাঁচটি উড়োজাহাজ কানাডার তৈরি ড্যাশ-৮ মডেলের ছোট উড়োজাহাজ।
২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৮ সালে বিমানের জন্য বোয়িং থেকে দশটি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। তখনকার সময়ে চুক্তি মূল্য ছিল আড়াই বিলিয়ন মার্কিন ডলার।
ফরাসি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা লিখেছে, প্রশস্ত দৈর্ঘ্যের এ-৩৫০ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আর এ মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রথমবারের মতো বাংলাদেশ সরে যাচ্ছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।