যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাঝ আকাশে হারিয়ে গেছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসলেও পরে আর খোঁজ মেলেনি উড়ানটির।
এদিকে নিখোঁজ উড়ানের সন্ধানে স্থানীয় জনগণের কাছে সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে উড়ানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এসময় পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন মেরিন কোরের এ উড়ানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল।
স্থানীয়দের উদ্দেশ্যে এক এক্স (আগের টুইটার) পোস্টে বলা হয়েছে, আপনাদের কাছে এফ-৩৫ উড়ানের কোনো তথ্য থাকলে তা আমাদের জানান। অনুগ্রহ করে বেস ডিফেন্স অপারেশন সেন্টারে কল করুন।
অন্যদিকে চার্লসটন শহরের উত্তরে দু’টি হ্রদের চারপাশে ফেডারেল বিমান চলাচল নিয়ন্ত্রকদের সাথে সমন্বয় করে অনুসন্ধান চালাচ্ছে বেস কর্তৃপক্ষ।
মার্কিন মহাকাশ কোম্পানি লকহিড মার্টিন নির্মিত একটি এফ-৩৫ উড়ানের দাম প্রায় আট কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা।