উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য দুরাঙ্গের পশ্চিমে লা গালানসিতায় আকাশপথে দু’টি বিমানের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে পশ্চিম দুরাঙ্গোর লা গ্যালানসিটা শহরের একটি ছোট এয়ারস্ট্রিপে দুর্ঘটনাটি ঘটে।
অঙ্গরাজ্যের নিরাপত্তা দপ্তর এপিকে জানিয়েছে, একটি বিমান যাত্রা শুরু করে আকাশে উঠছিল এবং সেই সময় আরেকটি বিমান অবতরণ করছিল ৷ এতেই দু’টি বিমানের মধ্যে ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এরপরেই দু’টি বিমানে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়েছে ৷ কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছেন আধিকারিকরা ৷