ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতের আসামের গুয়াহাটি গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইট বিজি-৯৩৯৩ যোগে ঢাকা ত্যাগ করেন টাইগাররা। এর আগে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে (বিজি-৯৩৯৩) বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আসামের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ছাড়েন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটারদের অংশগ্রহণে কেক কাটা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্রিকেটার, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন। তিনি ক্রিকেটারদের বিদায় জানান।