ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বিমান

ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতের আসামের গুয়াহাটি গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইট বিজি-৯৩৯৩ যোগে ঢাকা ত্যাগ করেন টাইগাররা। এর আগে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে (বিজি-৯৩৯৩) বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আসামের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ছাড়েন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটারদের অংশগ্রহণে কেক কাটা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্রিকেটার, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন। তিনি ক্রিকেটারদের বিদায় জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.