আর কখনো জন্মদিনের কেক কাটবেন না বলে জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল ছিল নায়িকা জন্মদিন। দিনভর সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এরমধ্যেই জানালেন এমন কথা।
শুধু তিনি নন, ছেলে জয়কেও কোনও দিন কেক কাটতে দেবেন না বলেও জানিয়েছেন অপু। এ প্রসঙ্গে নায়িকা বলেছেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনও জয়ের জন্মদিনে কেক কাটব না। আর আমিও কখনও আমার জন্মদিনের কেক কাটব না। কারণটা আড়ালেই রাখতে চাই।
এ বছর স্বামী শাকিবের উপস্থিতিতেই জয়ের জন্মদিন পালন করা হয়েছিল। তার পর একসঙ্গে তাদের আমেরিকাতেও দেখা গেছে। এরই মাঝে দর্শক মহলে জল্পনা, শাকিব এবং অপু আবার এক হবেন।