শাহজালাল বিমানবন্দরে লাগেজ থেকে স্বর্ণ চুরির ঘটনায় বিমানের তদন্ত কমিটি

সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চড়ে ঢাকায় আসা দুই প্রবাসী যাত্রীর লাগেজ থেকে প্রায় সাত লাখ টাকার স্বর্ণের গহনা ও মোবাইল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান।

ভুক্তভোগী যাত্রীরা হলেন- মো. ফখর উদ্দিন ও শিশির সরকার। গতকাল মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে বিমানের এ কমিটি। গত সোমবার বিমান কর্তৃপক্ষের নির্দেশনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গত রবিবার রাতে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটের যাত্রীদের মালামাল চুরি হয়। এসময় ঢাকায় বিমানবন্দরে ভুক্তভোগী যাত্রী গড়াগড়ি করে কাঁদতে থাকেন। বিষয়টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিমানবন্দরে ওই ঘটনায় তিন দিন পর মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি মো. আজিজুল হক মিয়া মামলার তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির প্রধান ও বিমানের মহাব্যবস্থাপক (করপোরেট সেফিটি এন্ড কোয়ালিটি) নিরঞ্জন রায় জানান, বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে স্বর্ণ, গহনা ও মোবাইল চুরির বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, সিঙ্গাপুর থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন যাত্রী ফখর উদ্দিন ও শিশির সরকার। এসময় লাগেজ সংগ্রহ করার পর তারা দেখেন তাদের লাগেজ থেকে স্বর্ণ, গহনা ও মোবাইল চুরি হয়েছে।

এ ঘটনায় ফখর উদ্দিন বাদি হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চক্রের বিরুদ্ধে একটি মামলা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা যাত্রীর লাগেজ থেকে স্বর্ণ ও মোবাইল চুরির বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া এ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে বিমানবন্দর সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগহ করে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে তদন্ত কমিটিকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.