ফোনে বোমা হামলার হুমকি, আতঙ্কে খালি হয়ে গেল ফ্রান্সের ৬ বিমানবন্দর

সম্প্রতি ফ্রান্সে একাধিকবার হামলার হুমকি দেওয়া হচ্ছে। এর অগে আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়া হয়।

গতকাল বুধবারও ই-মেইলে আরও একটি হামলার হুমকি এসেছে । বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে দেশটির ছয়টি প্রধান বিমানবন্দর। পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

গতকাল বুধবারও ই-মেইলে আরও একটি হামলার হুমকি এসেছে । বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে দেশটির ছয়টি প্রধান বিমানবন্দর। পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

হুমকি যেকোনো সময় বাস্তবে পরিণত হতে পারার ভয়ে ইতোমধ্যেই লিলে, লিয়ন, নানতেস, নাইস, তোলোস ও বেউভাইস বিমানবন্দর খালি করে ফেলেছে কর্তৃপক্ষ।

এএফপি বলছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিকভাবে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এ হামলার পর ফ্রান্স ইসরায়েলের পক্ষ গ্রহন করে। এরপর থেকেই ফ্রান্সে একের পর এক হামলার হুমকি আসছে।

নাইস বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখে, ‘একটি পরিত্যক্ত ব্যাগেজ আইটেম পাওয়ার কারণে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।’ একই ধরনের বক্তব্য দিয়েছে লিয়নস ব্রোন বিমানবন্দর কর্তৃপক্ষও।

ডিজিএসির ওয়েবসাইটে গিয়ে লিলে, লায়ন ও তোলোস বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের বিষয়টি দেখা গেছে।

লিলে বিমানবন্দরের মুখপাত্র বলেন, ‘তিনটি ফ্লাইটকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.