ভারতের পুণে থেকে দিল্লির দিকে আকাশে উড়ছিল একটি বিমান। হঠাৎই একযাত্রী সবার মনোযোগ আকর্ষণ করে চিৎকার করে বলতে শুরু করেন, ‘আমার ব্যাগে বোমা রয়েছে।’
সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায়। বিমানটিকে জরুরি অবতরণ করা হয় মুম্বাইয়ে। সঙ্গে সঙ্গে ডাকা হয় বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিজপোজাল স্কোয়াডকে। তারা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে দেখেন ব্যাগে বোমা নেই। এরপর ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে আকাসা নামের ভারতের একটি এয়ারলাইন্সে।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন ওই যাত্রী এমন করলেন? বিমানে তার সঙ্গেই ছিলেন এক আত্মীয়।
তার দাবি, ওই ব্যক্তি বিমানে বসার পর থেকেই বলছিলেন তার বুকে ব্যথা করছে। সেই সঙ্গে অসংলগ্ন কথাও বলতে থাকেন তিনি। বুকে ব্যথার ওষুধও খান তিনি। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করার পর বিমান উড়ে যায় তার গন্তব্যে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ভারতের পুলিশ।