অভিনয় থেকে এখন উপস্থাপনায় বেশি দেখা যায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে। তারকাদের নিয়ে বিভিন্ন সময়েই নানা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে তকারকাদের ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন জয়। তার প্রশ্নে অপ্রস্তত হয়ে পরেন তারকারা। এ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়কে সতর্ক করলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আপনি নিজে একজন নায়ক। আমার সঙ্গেও অভিনয় করেছেন। অথচ আমাকে নিয়েও হাসাহাসি করেছেন। অথচ আপনার ব্যক্তিগত বিষয়েও আমি সবকিছু জানি। ফাঁস করে দেব সব? কাগজপত্রও আছে আমার কাছে।’
একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অপু। তার আগে তিনি বলেন, ‘শাহরিয়ার নাজিম জয় হয়তো কোন স্পন্সরের ভিত্তিতে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করছেন। তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেন। যদি তারা উত্তর দিতে রাজি না হন তবু জোর করতে থাকেন সেটে বসে। এতে অতিথিরা অপ্রস্তুত হয়ে পড়েন। এই কাজগুলো একটি অনুষ্ঠানের নিয়মের মধ্যে পড়ে না।’
পরবর্তিতে জয়কে পরামর্শ দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অনুষ্ঠান করেন আপনার মেধা-বুদ্ধি দিয়ে। দয়া করে কাউকে খুশি করতে গিয়ে তারকাদের ডেকে এনে ছোট করবেন না।