ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে সমস্ত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট বন্ধ করে দয়েছে ইসরায়েল বাহিনী। ফলে চলমান সংঘাতের মধ্যেই বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি।
গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে গাজাতে বোমা হামলা আরও তীব্র করে দখলদার ইসরায়েলি বিমানবাহিনী। আর এ সময় এ বোমা হামলায় বন্ধ হয়ে যায় গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকাটি।
শনিবার এ খবর জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।
আল জাজিরা জানায় যে, মোবাইল নেটওয়ার্কের টাওয়ার ও মূল লাইনে বোমা হামলার কারণে শনিবার সকাল পর্যন্ত যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এর মধ্যেই গাজায় তীব্র বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইতিমধ্যে গাজাতে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অঞ্চলটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।