পঞ্চম সি-৯১৯ বিমান ইস্টার্ন এয়ারলাইন্সে যুক্ত হওয়ার পর আজ (শুক্রবার) থেকে নতুন করে শাংহাই-সি’আন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এটি সি-৯১৯ বিমানের তৃতীয় নিয়মিত ব্যবসায়িক রুট।
সকালে সি-৯১৯ বিমান ১৫০ জন যাত্রী নিয়ে শাংহাই হংছিয়াও বিমানবন্দর থেকে সি’আনের সিয়ান ইয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে যায়।
পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে প্রতিদিন একবার ফিরতি ফ্লাইটসহ শাংহাই-সি’আনের মধ্যে চলাচল করবে সি-৯১৯ বিমান।
আরও খবর