ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

নীলফামারীতে হঠাৎ ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামায় বিঘ্ন ঘটেছে। এতে বেসরকারি বিমান সংস্থার দুই ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, আজকের ফ্লাইটগুলো বাতিল করা হয়নি, তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও কুয়াশার কারণে তা নামতে পারেনি।

তিনি আরও জানান, বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, ভোর থেকে এই এলাকা কুয়াশায় ঢেকে গেছে। সকালের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল মাত্র ৫০ মিটার, যা বিমান চলাচলের জন্য উপযুক্ত নয়। সাধারণত বিমান চলাচলের জন্য কমপক্ষে ২ হাজার মিটার ভিজিবিলিটি প্রয়োজন।

প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট চলাচল করে। গত ১৩ অক্টোবরও কুয়াশার কারণে দুটি ফ্লাইটে অবতরণে দেরি হয়েছিল।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.