যুব ও সমাজ কল্যাণ পরিষদ কতৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মিলাদ মুদ্দাসিসর, সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি
যুব ও সমাজ কল্যাণ পরিষদ, সন্দ্বীপ কতৃক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় যুব ও সমাজ কল্যাণ পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে সমাজের সমাজের গরিব শিক্ষার্থীদের শিক্ষা, অসহায় পরিবারের কন্যার বিবাহে সহযোগীতা ও মেডিকেল ক্যাম্পসহ নিরলসভাবে বিভিন্ন জন কল্যাণমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় ২৩শে নভেম্বর, ২০২৪ সংগঠনের উদ্যোগে বাউরিয়া “নাইবের গো স্কুলে” বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। বিশেষজ্ঞ ডাক্তারদের এই দলের নেতৃত্ব দিয়েছেন সন্দ্বীপের কৃতি সন্তান, মেডিসিন ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা: নাসির উদ্দিন। অন্যান্য ডাক্তারেরা হলেন, মেডিসিন, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: মো: মাহামুদুল হাসান রিজভি, মেডিসিন বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: আসিফ হোসেন জাহিন, ডা: নুসরাত হায়দার সাইমা, ডা: শাহেদা আক্তার।
ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যাপারে ডা: নাসির বলেন, গত ১৬ বছর সমাজ সেবার কাজে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। দেশের পট পরিবর্তনের কারণে মানুষের সেবা করার যে অবারিত সুযোগ এসেছে তার মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই।
সংগঠনের সভাপতি জনাব সাহাদাত হোসেন বলেন, মানব সেবার ব্রত নিয়ে ১৯৯৩ সালে যুব ও সমাজ কল্যান পরিষদ গঠিত হয়েছে। আমরা ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষকে সাহায্য কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের শিক্ষা ও চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আগামীতে আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেয়ার চেষ্টা থাকবে আমাদের।
সংগঠনের সহ-সভাপতি, জনাব মাষ্টার কামরুল হাসান বলেন, আজকের মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রায় ৭০০ মানুষকে ঔষধসহ চিকিৎসা দিতে সক্ষম হয়েছি।
সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাহেদুল ইসলাম পারভেজ বলেন, সমাজের ভাল কার্যক্রমের সাথে আমরা ছিলাম, আছি, এবং থাকব।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুন সমাজকর্মী ও সংবাদকর্মী জনাব মোবারক হোসাইন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ নাইম আলি, সহ-সাধরণ সম্পাদক মোঃ শিবলি, সাংগঠনিক সম্পাদক (২) ইঞ্জি: কামরুল হাসান, অর্থ সম্পাদক মো: ওমর ফারুক ও হাফেজ মনির, আইন সম্পাদক এড: আমিনুর রসুল, তথ্য প্রচার সম্পাদক আমির হামজা রিফাত, সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার রোমান, ক্রিড়া সম্পাদক জিহাদ আলমামুন বাপ্পি, অফিস সম্পাদক মো: বাহার উদ্দীনসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।