প্রথম এয়ারবাস এ৩৫০ এর ডেলিভারি গ্রহণ করলো এমিরেটস

প্রথম এয়ারবাস এ৩৫০ এর ডেলিভারি গ্রহণ করলো এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক: এমিরেটস এয়ারলাইনের বহরে যুক্ত হতে যাচ্ছে প্রথম এয়ারবাস এ৩৫০। আজ, ২৫ নভেম্বর, ফ্রান্সে এয়ারবাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমিরেটসের কাছে A6-EXA এয়ারবাসটি ডেলিভারি করা হয়। এমিরেটস ইতোমধ্যে যে ৬৫টি এয়ারবাসের ক্রয়াদেশ প্রদান করেছে, এটি তার প্রথম ডেলিভারি।

বাকীগুলো আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ডেলিভারি করা হবে। ২০০৮ সালের পরে এয়ারলাইনটি প্রথম কোনও নতুন ধরণের উড়োজাহাজের ডেলিভারি গ্রহণ করলো। এমিরেটস বহর মুলত বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ নির্ভর।

ডেলিভারকৃত উড়োজাহাজটি আজই ফ্রান্সের তুলুস থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। দুবাই পৌছার পর উড়োজাহাজটির ছোটখাট চুড়ান্ত কিছু কাজ সম্পন্ন করবে এমিরেটস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

অতঃপর বিশেষ একটি অনুষ্ঠানে সপ্তাহের শেষে এর আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। ডেলিভারি ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে জেট ফুয়েল এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF) এর মিশ্রন।

আগামী বছর জানুয়ারীতে এমিরেটস এ৩৫০ এর সাহায্যে প্রথম বানিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। এডেনবার্গে উদ্বোধনী ফ্লাইটের পর মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া ও ইউরোপের আরও ৮টি গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.