ওবামার সর্বশেষ প্রেসিডেন্ট পদক পেলেন ২১ জন

d224a34b5c1e6cde9efbbfd0bdb588ffবিখ্যাত খেলোয়াড়, অভিনেতা, সঙ্গীত তারকা ও কমেডিয়ানসহ মোট ২১ জনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছেন বারাক ওবামা।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মত বারাক ওবামা এ পদক প্রদান করেন।পদক পাওয়াদের মধ্যে বাস্কেটবল স্টার মাইকেল জর্ডান ও করিম আব্দুল জব্বার, অভিনেতা রবার্ট ডি নিরো, টম হ্যাংকস ও রবার্ট রেডফোর্ডস,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিয়ানা রোস, কমেডিয়ান অ্যালেন ডিজেনারেস ও সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংস্টনসহ বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী ও সমাজসেবক রয়েছেন।

ওবামা বলেন, মঞ্চে উপবিষ্ট সবাই ব্যক্তিত্বের কারণে আমার হৃদয় ছুঁয়েছেন। তিনি আরো বলেন, দেশবাসী যখন আপনাদের সম্পর্কে চিন্তা করবে তখন তারা উপলদ্ধি করবে আপনাদের কারণেই আমরা বিশ্বের সর্বোচ্চ জাতিতে পরিণত হয়েছি।

পদকপ্রাপ্তদের অনেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.