‘ম্যাড ডগ’ জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প

usa_pr_sm20161202130204জেনারেল জেমস মাট্টিসকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান ও ইরাকে কর্মরত এই নৌ সেনানায়ক ‘ম্যাড ডগ’ হিসেবেও বেশ পরিচিত।

শুক্রবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটিই জানানো হয়েছে।

ওহ‍াইও রাজ্যের একটি অনুষ্ঠানে এ ঘোষণা দিয়ে মি. ট্রাম্প বলেন, ‘তিনিই (জেমস মাট্টিস) আমাদের মধ্যে বেস্ট। তিনি একজন খাটি জেনারেল।’

ওবামা প্রশাসনের ঘোর সমালোচক জেমস মাট্টিস। ওবামার মধ্যপ্রাচ্য নীতি বিশেষত ইরান ইস্যু নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি। যিনি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানকে একমাত্র হুমকি বলেও মনে করেন।

২০১৩ সালে অবসরে যাওয়া মাট্টিস ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ ও ২০০১ সালে আফগানিস্তানে সেনা অভিযানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

নৌবাহিনীর জেনারেল মাট্টিস যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন
৬৬ বছর বয়সী মাট্টিস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.