টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্যা ইয়ার-২০১৬’ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যে এনবিসিকে দেয়া এক মন্তব্যে ট্রাম্প বলেছেন, এটা আমার জন্য বিরাট সম্মান।
নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন এই ধনকুবের। পুরো নির্বাচনজুড়েই তিনি ছিলেন এক বিতর্কিত চরিত্র।
টাইমসের পারসন অব দ্য ইয়ারের শর্টলিস্টে ছিলেন ট্রাম্পের কাছে পরাজিত ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাজ্যের ব্রেক্সিট আন্দোলনের প্রচারণা চালানো ইন্ডিপেন্ডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজও ছিলেন সংক্ষিপ্ত তালিকায়।
টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস জানিয়েছেন, হিলারি পারসন অব দ্য ইয়ার তালিকায় দ্বিতীয় হয়েছেন। টাইমস জানিয়েছে, মার্কিন রাজনীতির খোলনলচে পাল্টে ফেলেছেন ট্রাম্প।