যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় দুপুর ২টা ৪৯ মিনিটে ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ১৫৭ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি এবং কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।