ট্রাম্পকে ‘মুসলিম নিবন্ধন’ তৈরিতে সাহায্য না করার অঙ্গীকার প্রযুক্তিকর্মীদের

muslimনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলমানদের জন্য আলাদা ডেটাবেজ তৈরি করা। তবে এ উদ্যোগের বিরুদ্ধে এবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মীদের অবস্থান লিখিতভাবে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার ইঞ্জিনিয়ারস, ডিজাইনার্স এবং প্রযুক্তি কর্মকর্তাদের একটি দল জাতি বা ধর্মের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহে কখনোই সাহায্য করবে না জানিয়ে একটি অঙ্গীকারনামায় সই করেছে। গুগল, টুইটার এবং ফেসবুকসহ ৫৫টি প্রতিষ্ঠানের কর্মীরা তাদের এই অঙ্গীকারনামায় জানিয়েছে, ব্যবহারকারীর যেকোনো তথ্য সংগ্রহ ও নীতিগতভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন ও এসব তথ্য অপব্যবহার করার বিরুদ্ধে তারা।

অঙ্গীকারনামায় সই করা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিএনএন মানি-কে দেওয়া এক ইমেইলে জানান, ‘প্রতিষ্ঠানগুলোতে আমাদের অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করেছে এবং এই অঙ্গীকার প্রকাশের মাধ্যমে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডাটা ব্যবহার সম্পর্কে প্রকাশ্যে মতামত জানালাম।’

প্রযুক্তি কর্মীরা যেসব বিষয়ে কখনোই সম্মতি প্রকাশ করে না এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছে, সে বিষয়গুলো হলো-

১. জাতি, ধর্ম, বা জাতীয় উৎপত্তির উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ‘মুসলিম নিবন্ধন’র জন্য তথ্য চিহ্নিতকরণের ডাটাবেস তৈরিতে অংশগ্রহণ করবে না।

২. জাতিগত বা ধর্মীয় উদ্দেশ্যে ডেটা সংগ্রহ হ্রাস করা।

৩. অপ্রয়োজনীয়, জাতিগত এবং জাতীয় বিদ্যমান ডেটাগুলোর আকার পরিবর্তন করা হবে।

৪. উচ্চ-ঝুঁকির ডেটাসেট এবং ব্যাক-আপ ধ্বংস করা হবে।

৫. নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার সর্বোত্তম ব্যবস্থা করা হবে এবং সম্ভব হলে কিছু কিছু ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রদান করা হবে।

প্রসঙ্গত, ট্রাম্প সরকারের নীতিনির্ধারণে প্রযুক্তি শিল্প ক্রমেই জন্য সংকটপূর্ণ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.