যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে গত ১৯ এপ্রিল। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় কণ্ঠভোটে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুল আলম লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবর। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করা হয়। সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান প্রস্তাবিত নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নারায়ণগঞ্জবাসী কণ্ঠভোটে তাদের নির্বাচিত করেন।
সভায় অন্যান্যেন মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান, প্রবীণ সাংবাদিক আহমেদ মূসা, লেখক ও সাংবাদিক দর্পণ কবীর, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন সেন্টু প্রমুখ। সভা পরিচালনা করেন হাবিবুর রহমান হাবিব।
বক্তারা বলেন, প্রচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্য-ইতিহাস আছে। যা নিয়ে আমরা গর্ব করি। আমরা যারা প্রবাসে বাস করি। আমাদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি সুদৃঢ় করতে এই সংগঠনের ছায়াতলে প্রবাসী নারায়ণগঞ্জবাসী সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি।
কমিটির অন্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: অধ্যাপক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা জামাল টিটু ও আসাদ উল্ল্যাহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নিতাই দাশ, কোষাধ্যক্ষ মশিউর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জনি, ক্রীড়া সম্পাদক স¤্রাট হোসেন এমিলি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান আল জামী, মহিলা সম্পাদক অনিতা দাশ, সহ-মহিলা সম্পাদক রাজিয়া সুুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক আব্দুল জলিল এবং কার্যকরী কমিটির সদস্যরা হলেন দর্পণ কবীর, মো. কামাল উদ্দিন, রিয়াজুল হক, এ কে এম আনোয়ার উদ্দীন, রমিজ উদ্দিন বাবুল, মোঃ ইসমাইল, জানে আলম বাবু, ওয়াসিম হাওলাদার, কামাল হোসেন টিটু, মোঃ শাহজাহান ও মোঃ আব্দুল গাফফার।
–
আরও খবর