ট্রাম্পের ফোনে আড়িপাতার বিষয়টি সম্পূর্ণ ‘বানোয়াট ও মিথ্যা’ বলে অভিযোগ করেছেন ওবামার মুখপাত্র কেভিন লুইস। শুক্রবার ট্রাম্প জানায়, ক্ষমতায় থাকার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার নির্দেশ দিয়েছিলেন এবং ফোন ট্যাপ করেছিলেন। বিষয়টি ‘মিথ্যা’ বলে জানান কেভিন।
ট্রাম্পের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করে ওবামার এই মুখপাত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ওবামা এমন কোন নির্দেশ দেয়নি। এমনকি এ সময় হোয়াইট হাউজের কোন কর্মকর্তাও এমন নির্দেশ দেয়নি। ওবামা ক্ষমতায় থাকা কালে মার্কিন নাগরিকেরা ব্যক্তি স্বাধীনতা পেয়েছে। তাদের কারো ব্যক্তিগত বিষয়ে আড়িপাতা হয়নি।
এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, ভয়ানক! মাত্র জানতে পারলাম আমি জয় পাওয়ার আগে ওবামা আমার ফোন ট্যাপ করেছিল। কিন্তু কিছুই পাওয়া যায়নি। একে বলে ম্যাককারথিজম (ভুল অভিযোগ আরোপের চেষ্টা)।
অবশ্য তার এই অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করননি ট্রাম্প। বিবিসি।