জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে ইরাককে আরো বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে এমন প্রতিশ্রুতিই দিয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটন সফরে গিয়ে আবাদি সোমবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে ইরাকি প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আইএস দমনে ইরাককে বেশি বেশি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন। এ সহায়তা আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর চলমান লড়াইকে আরো বেগবান করবে। আবাদি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি। ইরাক ও যুক্তরাষ্ট্র উভয়েই আইএসের বিরুদ্ধে লড়ছে। এ লড়াইয়ে মার্কিন প্রশাসন আমাদের সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এ সহায়তা শুধু অক্ষুণ্নই থাকবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধি পাবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর।’ উল্লেখ্য, ক্ষমতায় এলে আইএসকে চূড়ান্তভাবে দমন করা হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে এমনটা বলা হয়েছিল।
পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসবাদ শুধু সামরিক শক্তি প্রয়োগেই বন্ধ হবে না বলে বৈঠকে ট্রাম্প ও আবাদি একমত হয়েছেন। দুই নেতা সামরিক সহায়তার পাশাপাশি নির্ভরযোগ্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক মিত্রতা স্থাপনের বিষয়েও আলোচনা করেছেন।’
দীর্ঘদিন থেকে ইরাকের বড় একটি অংশ দখল করে রেখেছিল আইএস। মার্কিন বাহিনীর সহায়তায় দেশটির সরকারি বাহিনী অভিযান জোরদার করার পরে এখন শুধুমাত্র মসুল শহরটি জঙ্গিদের দখলে আছে। সম্প্রতি মসুলেও জঙ্গিবিরোধী অভিযান জোরদার করা হয়। যৌথ অভিযানের মুখে শহরটির বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় এলাকাসহ ৩০ শতাংশ অঞ্চল আইএস জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে ইরাক সরকার দাবি করেছে। ইরাকের পাশাপাশি সিরিয়াতেও আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।