বিশেষ সেবা সপ্তাহ চলছে বিমানে

unnamedবিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯7 তম জন্ম দিন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ চালু করেছে বিমান শ্রমিকলীগ সিবিএ এর উদ্যোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৭ই মার্চ ২০১৭ তারিখে চালু হওয়া এই সেবা সপ্তাহের কার্যক্রম চলবে ২৩শে মার্চ পর্যন্ত।

বিমানের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও হযরত শাহ্জালাল বিমানবন্দরে আয়োজিত এক অনাড়ন্বর অনুষ্ঠানে কেক কেটে এই কর্মসূচীর উদ্ধোধন করেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিমানের পরিচালক গ্রাহকসেবা জনাব আতিক সোবহান, পরিচালক প্রশাসন মমিনুল ইসলাম, মহাব্যবস্হাপক এয়ারপোর্ট সার্ভিসেস্ নুরুল ইসলাম হাওলাদার, মহাব্যবস্হাপক জনসংযোগ শাকিল মেরাজ ও সিবিএ-এর সভাপতি মোঃ মশিকুর রহমান। অনুষ্ঠানে বিমানের বিভিন্ন শাখার শতাধিক কর্মী উপস্হিত ছিলেন।

বিমানের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও এম মোসাদ্দিক আহমেদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এই বিমান। এ প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য আমাদের এক সংগে কাজ করতে হবে। তিনি যাত্রী সেবার মানোন্নয়নে বিমানের সম্প্রতি গৃহিত বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ্য করে বলেন, বিমান তাঁর যাত্রীদের উন্নত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ইতোমধ্যে চার শতাধিক নতুন জনবল নিয়োগ দেয়া হয়েছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সেবার মান বৃদ্ধিতে প্রায় ১০০ কোটি টাকার নতুন ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। অনুষ্ঠানে বিমান সিবিএ-এর সভাপতি মোঃ মশিকুর রহমান বলেন, যাত্রীদের সেবায় আমরা সবসময় আন্তরিক।এরই ধারাবাহিকতায় সেবা সপ্তাহে সাধারণ যাত্রী দের পাশাপাশি যে সকল যাত্রীদের স্পেশাল এ্যাসিসটেন্স প্রয়োজন তাঁদেরকে বাড়তি সেবা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.