জোবায়ের আহম্মেদ অভি: আফগানিস্তানের বাদাখসান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই ভূমিধসে অন্তত ৫২ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন।
প্রাদেশিক প্রশাসনের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, বাদাখসানের খওয়ান জেলায় ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০০ বাড়ি ধসে পড়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৫ জন নারী ও ২২ শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর গুল মোহাম্মদ বিদার।
বিদার বলেন, ‘আমরা কাবুলের (আফগান রাজধানী) কাছে সাহায্য চেয়েছি। উদ্ধারকাজে সহায়তার জন্য তারা দুটো হেলিকপ্টার পাঠাচ্ছে।’
প্রাদেশিক পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘প্রাথমিক তথ্যে ১০০ বাড়ি ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৫২ জন।’
খওয়ান জেলাটি তাজিকিস্তান সীমান্তে অবস্থিত। এদিকে মঙ্গলবার তাজিকিস্তান সীমান্তে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ায় ভূমিকম্প আঘাত হানে। ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের সঙ্গে খওয়ানের ভূমিধসের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা অবশ্য আলজাজিরার খবরে উল্লেখ নেই।
প্রসঙ্গত, গত বছর মে মাসে ভারিবর্ষণে বাদাখসানের প্রান্তিক একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই ভূমিধসে অন্তত ৩০০ মানুষ মারা গিয়েছিলেন।
– See more at: http://www.thereport24.com/article/102351/index.html#sthash.F5DAz9fH.dpuf