জোবায়ের অভি, এভিয়েশন নিউজঃ দাম্মামের আকাশে পাখির আঘাতে বিকল হওয়া ‘রাঙাপ্রভাত’ সচল হওয়ার পর আজ সকালে ঢাকায় পৌছানোর কথা থাকলেও দাম্মামে বিরূপ আবহাওয়ার কারনে গত কাল রাতে দাম্মাম বিমানবন্দর ত্যাগ করতে পারেনি ‘রাঙাপ্রভাত‘।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইঞ্জিনে পাখির আঘাত লাগায় দাম্মাম বিমানবন্দরে বিকল হয়ে যায় উড়োজাহাজটি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ প্রকৌশলী সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ দিন ধরে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিকে মেরামত করে উড়ার উপযোগী করে তোলেন।
বিমানের মুখপাত্র ও জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এভিয়েশন নিউজকে বলেন, আজ সকালে রাঙাপ্রভাতের ঢাকায় পৌছানোর কথা থাকলেও দাম্মামে ঘূর্ণীঝড় হওয়ায় দাম্মাম বিমানবন্দর ত্যাগ করতে পারেনি রাঙ্গাপ্রভাত। তাই আজ সৌদি সময় রাত ১১টায় দাম্মাম বিমানবন্দর ত্যাগ করে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাঙ্গাপ্রভাত পৌছাবে বলে জানান তিনি।
আরও খবর