ইসরায়েলকে সহযোগিতা করায় ১৫ মার্কিন কোম্পানির ওপর ইরানের নিষেধাজ্ঞা

iran20170326182036ইসরায়েলের সহযোগিতায় মানবাধিকবার লঙ্ঘনের অভিযোগে এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা’র বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ওই কোম্পানিগুলো অসহনীয় মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে তেহরান।

তবে তাৎক্ষণিকভাবে কোনও কোম্পানির নাম প্রকাশ করেনি ইরান। স্পর্শকাতর প্রযুক্তি সামগ্রী ইরানে রফতানি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগ এনে ৩০টি বিদেশি কোম্পানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের মাত্র দু’দনি পর এ নিষেধাজ্ঞা আরোপ করলো তেহরান

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.