রাশিয়ার সঙ্গে মার্কিন সংযোগের সত্যতা খতিয়ে দেখতে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও একান্ত সহায়তাকারী জারেড কুশনারকে জিজ্ঞাসা করতে যাচ্ছে তদন্ত কমিটি।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ ব্যাপারে জানিয়েছে, কুশনার নিজেই রাশিয়া-মার্কিন সংযোগ নিয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির মুখোমুখি হতে চেয়েছেন।
কমিটিটি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণাকালীন সময়ে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের তীব্র বিশ্বাস যে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ান হ্যাকাররা অনলাইনে ট্রাম্পের পক্ষ নিয়ে কাজ করে হিলারি ক্লিনটনকে হারাতে সাহায্য করেছেন।
যদিও রাশিয়া শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং ট্রাম্প এ ধরণের সংবাদকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে গণমাধ্যমের উপর বেজায় অসন্তুষ্টটা প্রদর্শন করেন।
তারপরও এই ইস্যুটি নিয়ে কংগ্রেশনাল তদন্ত কমিটির দুইটি ও মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই’র একটি তদন্তের কাজ চলছে। আর এতে নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে তারা। বিবিসি।