জোবায়ের আহম্মেদ অভি: দিনে মাত্র এক ঘণ্টা টেলিভিশন দেখলেও শিশুরা স্থূলতা বা বাড়তি ওজন ধারণের সমস্যায় আক্রান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস (এএপি) নতুন এক গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছে। সান ডিয়েগোতে অনুষ্ঠিত পেডিয়াট্রিক একাডেমিক সোসাইটিসের বার্ষিক সম্মেলনে ওই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দিনে কমপক্ষে এক ঘণ্টা টিভি দেখে অভ্যস্ত শিশুদের স্থূলতার ঝুঁকি ৩৯ শতাংশ। আর বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়েই তাদের শরীরে বাড়তি ওজন জমে যাওয়ার ঝুঁকি ৮৬ শতাংশ। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক ডিবোয়ের বলেন, শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করার জন্যই তাদের নিয়মিত বেশিক্ষণ টিভি দেখা থেকে বিরত রাখার ব্যাপারে মা-বাবাকে সচেতন হতে হবে।