নেপালের জন্য ফেসবুকে ‘ডোনেশান বাটন’

20e5a7fae06c5f0a2ac8b93c0503d425-nepal-donateজোবায়ের আহম্মেদ অভি: নেপালে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও নেপালের এই দুর্দিনে কিছুটা সাহায্যের হাত বাড়িয়েছে। গত সোমবার ফেসবুক একটি ‘ডোনেশান বাটন’ যুক্ত করেছে যাতে নেপালের মানুষকে সাহায্যের জন্য ফেসবুক ব্যবহারকারীরা এগিয়ে আসতে পারেন।
এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পে প্রভাব পড়েছে। ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এখন অনেকেই তাদের নিউজ ফিডের ওপরে একটি বার্তা দেখতে পাবেন যাতে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনে সাহায্যের আবেদনের কথা বলা হবে। এই প্রতিষ্ঠানটি এখন নেপালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে ফেসবুক কর্তৃপক্ষ ‘সেফটি চেক’ নামে একটি ফিচার যুক্ত করে যাতে নেপালে ভূমিকম্পের সময় পরিচিতজনেরা নিরাপদ আছে কি না তা জানতে সাহায্য করেছিল।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, জরুরি সময়ে মানুষ এখন ফেসবুকে ঢুকে চারপাশে কী ঘটছে তা জানার চেষ্টা করে, নিজস্ব অভিজ্ঞতা প্রকাশ করে এবং বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.