সিনেমা সংশ্লিষ্টরাই বলেন, মাহির নামে হলে দর্শক আসে। আর তিনি যদি জুটি বাঁধেন আরিফিন শুভর সঙ্গে— তাহলে তো কথা নেই। শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ওয়ার্নিং’।
‘ওয়ার্নিং’ পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। চলচ্চিত্রটির প্রযোজক টফি খান জানান, এখন পর্যন্ত ৮৪টি প্রেক্ষাগৃহ ঠিক হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে। এ দিকে ‘অগ্নি ২’ এর শুটিংয়ে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন মাহি। সে প্রস্তুতির ফাঁকে মাহি দ্য রিপোর্টের সঙ্গে আড্ডা দেন—
মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনাকে কি কখনো কেউ ‘ওয়ার্নিং’ দিয়েছে?
অসম্ভব। আমাকে ওয়ার্নিং দেওয়ার মতো কেউ নেই। আমি মাঝে মধ্যে নিজেকেই ওয়ার্নিং দিই।
সেটা কেমন?
এই যে ধরেন, কিছুদিন আগে ৩ কেজি ওয়েট কমিয়েছিলাম। এখন বেড়ে গেছে ৪ কেজি। নিজেকে সতর্ক করছি এখন, ‘আর বাড়িস না। খবর আছে।’ আবার কোনো সিনেমার সাফল্য পেলে ‘ভাব’ চলে আসে! তখন আবার ওয়ার্নিং দিই, ‘এ্যাই ভাব নিস না। ভাল করে কাজ কর।’
সিনেমা হিসেবে ‘ওয়ার্নিং’ কেমন?
এটা এভারেজ একটা সিনেমা। আমার অভিনয়ে ঘাটতি আছে। মনে হয়েছে, পুওর অভিনয় করেছি। তবুও দর্শকের ভাল লাগবে।
অভিনয়ে ঘাটতি থাকলেও দর্শকের ভাল লাগবে মনে হচ্ছে কেন?
আমি বলতে চাইছি, সিনেমাটিতে আমার চরিত্র নতুন কিছু নয়। অভিনয়ে নতুন কিছু দিতে পারিনি। এখানে আমাকে সাংবাদিক হিসেবে দেখা যাবে। এর আগে ‘দেশা- দ্য লিডার’ সিনেমায়ও আমি সাংবাদিক ছিলাম। এ দিক থেকে দর্শক নতুন কিছু পাবেন না। তবে বিনোদনের সব কিছু আছে সিনেমাটিতে। এটা একটা প্যাকেজ বলতে পারেন।
নতুনত্ব নেই, তবু অভিনয় করতে রাজি হয়েছেন।
জাজ মাল্টিমিডিয়ার আগ্রহে ‘ওয়ার্নিং’ এ চুক্তিবদ্ধ হই। জাজের বাইরে কোন সিনেমা করব— এ ব্যাপারে আমি তাদের শরনাপন্ন হই।
‘ওয়ার্নিং’ নিয়ে কতটুকু আশাবাদী?
আমার নিয়মিত দর্শকরা প্রেক্ষাগৃহে গেলে সিনেমাটি সাফল্য পাবে— এটাই ভরসা। এর মধ্যে হরতাল-অবরোধ না পড়লেই হয়। এর আগে একবার সিনেমাটি ডেট অনুযায়ী রিলিজ দেওয়া সম্ভব হয়নি। বিলম্বে কিছু আসে যায় না। তাই মনে হচ্ছে শুভ কিছুই অপেক্ষা করছে।
শুভর সঙ্গে অভিনয় কেমন উপভোগ করেন?
এই সিনেমার শুটিংয়ের তেমন কোনো ঘটনা মনে পড়ছে না। হাসি-দুষ্টুমি-কাজ এভাবেই সময় কেটেছে। ‘অগ্নি’র পর থেকে আমাদের দু’জনের প্রতি অনেকের ভাললাগা তৈরি হয়েছে।
বলা হচ্ছে, ‘অগ্নি ২’ দুই বাংলার সবচেয়ে বড় বাজেটের সিনেমা। সত্যি কী তাই?
এটা আমি বলতে পারব না। তবে ‘অগ্নি ২’ বড় বাজেটের সিনেমা, যেখানে আমি কোনো কিছুর ঘাটতি পাইনি। আমার আগের সব সিনেমাতে কিছু না কিছুর কমতি বোধ করেছি। এ ক্ষেত্রে তেমন হয়নি। আমার গেটআপ, লোকেশন, এ্যারেঞ্জমেন্ট— সবকিছুতে ‘বড় বাজেট’ খুঁজে পাওয়া যাবে। আত্মতৃপ্তি নিয়ে কাজটা করছি। ঘাটতি যদি থাকে, তবে সেটা আমার অভিনয়… (হাসি)। সত্যি বলতে কী, ‘অগ্নি ২’ এখন পর্যন্ত আমার সেরা কাজ বলে মনে হচ্ছে।